সিসিনিউজ: সৈয়দপুরে যৌতুকলোভী ও শারীরিক নির্যাতনকারী স্বামীর বিরুদ্ধে মামলা করায় বাদিনীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ মিলেছে। এ ঘটনায় পুলিশকে অভিযোগ দিয়েও বাদিনীর কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ রয়েছে। ফলে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার শহরের সৈয়দপুর প্লাজায় অবস্থিত একটি অনলাইন পত্রিকায় অস্থায়ী কার্যালয়ে এসে ওইসব অভিযোগ করেন মামলার বাদিনী মনজিলা বেগম বিথী। তিনি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের চৌধুরীপাড়ার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। পারিবারিক সম্মতিতে গত ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর একই উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকার পুকুর পাড়া গ্রামের আজিজার রহমান আপদের ছেলে লোকমান হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে যৌতুক বাবদ বরপকে নগদ দুই লাখ টাকাও দেয়া হয়। কিন্তু বিয়ের এক বছর পর বর লোকমানের আসল চেহারা বেরিয়ে আসে। সে (লোকমান) আসক্ত হয়ে পড়ে পরকিয়া প্রেমে। পরকিয়ায় বাঁধা দিতে গিয়ে বার বার নির্যাতনের শিকার হন মনজিলা বেগম বিথী। শত নির্যাতনের পরও সংসার করার আশায় বুকে পাথর বেঁধে স্বামীর বাড়িতে অবস্থান করেন বিথি। এরই মাঝে বিথির গর্ভে জন্ম নেয় এক পুত্র ও এক কন্যা সন্তান। বর্তমানে পুত্র ওসমান গণি বিশ্বাসের বয়স ১০ এবং কন্যা সুমাইয়া আকতার মিস্টির বয়স ৮ বছর। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, তেমনি দুই সন্তানের জনক হয়ে লোকমানের চরিত্র বদলায়নি। লোকমান এবার হাজারীহাট স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাহবুবা বেগম ইশার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন। পরকিয়ার এক পর্যায়ে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর লোকমান হোসেন মাহবুব বেগম ইশাকে বিয়ে করেন। নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে ইশার বাবা মোজাফফর হোসেন বাদী হয়ে একই বছরের ২৫ সেপ্টেম্বর নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে উভয়ের মাঝে বিষয়টি আপোষ মিমাংসা হলে আদালত থেকে মামলা প্রত্যাহার করা হয়। কিন্তু প্রথম স্ত্রী বিথীর ওপর শারীরিক নির্যাতন মাত্রা পূর্বের তুলনায় আরো বাড়িয়ে দেয় লোকমান। বাবার বাড়ি থেকে স্ত্রী বিথিকে আবারো যৌতুক বাবদ দুই লাখ টাকা আনতে চাপ প্রয়োগ করে লোকমান। যৌতুকের এ টাকা আনতে অস্বীকৃতি জানান বিথি। অবশ্য যৌতুকলোভী লোকমান তার পরিবারের সদস্যরা থেমে থাকার পাত্র নয়। তারা অনবরত যৌতুকের টাকা আনতে চাপ প্রয়োগ করে বিথির ওপর। আর অপারগতা প্রকাশ করলেই বিথির ওপর নেমে আসে মধ্যযুগীয় নির্যাতন। এমতাবস্থায় এ বছরের ২৯ মার্চ রাত সাড়ে ১০টায় ফের যৌতুকের টাকা বিথিকে আনতে বলে। আবারো অপারগতা প্রকাশ করে বিথি। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শশুর আজিজার রহমান আপদের নির্দেশে শ্বাশুড়ী ফুলমতি বেগম চুলের মুঠি ধরে বিথিকে মাটিতে ফেলে দেয়। বাবার নির্দেশে স্বামী লোকমান বিথিকে লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। পরদিন বিথির বাবা মোজাম্মেল হক খবর পেয়ে ঘটনাস্থল বিথির শ্বশুর বাড়ি আসে এবং গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিথির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই হাসপাতালে বিথি ১১ দিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ওঠেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের ওয়ান-স্টপ ক্রাইস সেন্টারে (ওসিসি) দায়িত্বরত এসআই আফজাল হোসেন বিথির নির্যাতনের বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার প্রেরণ করে মামলাটি সৈয়দপুর থানায় রেকর্ডভুক্ত করতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেন। অথচ সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সহিদার রহমান মামলা রেকর্ডভুক্ত না করে তালবাহানা শুরু করেন। সখ্য গড়ে তুলেন আসামীপরে সঙ্গে। অফিসার ইনচার্জের এহেন অনৈতিক বিষয়টির ব্যাপারে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে অবগত করা হয়। তারপরও নির্যাতনের শিকার বিথির প্রতিকার মিলে না। এর ফলে বাধ্য হয়ে তিনি যৌতুকলোভী ও শারীরিক নির্যাতনকারী স্বামী লোকমান হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে গত ২২ মে নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালত মামলা আমলে নিয়ে ১নং অভিযুক্ত আসামী লোকমান হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা থানায় আসলেও তা তামিল হচ্ছে না বলে বিথি অভিযোগ করেন। বিথি অভিযোগে জানান, বর্তমানে আসামী লোকমান হোসেন বীরদর্পে পুলিশের নাকের ডগার ওপর প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। বরঞ্চ উল্টো আসামী লোকমান আমাকে (বিথি) মোবাইল ফোনে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জানতে চাইলে অভিযুক্ত লোকমান হোসেন মুঠোফোনে বলেন, মোবাইল ফোনে আমার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ সঠিক নয়। তবে আমি ভুল করে দ্বিতীয় বিয়ে করেছি এটি আমার বড় অপরাধ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সহিদার রহমান মামলার রেকর্ড না করার অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে জানান, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার মামলা রেকর্ডের ব্যাপারে থানা পুলিশকে কোন নির্দেশনা দিতে পারে না। যদি দিয়ে থাকে তাহলে সেটি আমলযোগ্য নয়। আর এ মামলার ব্যাপারটি পুরোপুরি তাদের পারিবারিক ব্যাপার।
সৈয়দপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রসঙ্গে তিনি এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, বাদীনি আদালতে মামলা করেছে, তদন্ত চলছে। একই সঙ্গে তারা মামলাও করেছে, আপোষও চাইছে।