সিসিনিউজ : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৬ জুন বাংলাদেশে আসছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের তিন দিনের এ সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে হুন সেনের এ সফরই হবে কোন দেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর।
তার এ সফরের ফলে বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে। একই সঙ্গে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দেশটির সহযোগিতা আরো বাড়বে বলে মনে করছে পররাষ্ট্র দপ্তর।