• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন |

শুক্রবার দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত

Sobশাহজাহান আলী: শুক্রবার দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত (ভাগ্যরজনী)। বিশ্ব মুসলিম উম্মাহর কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপন্ন রাত্রি। সারা বিশ্বের মুসলমানরা বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা বিশেষ ইবাদতের মাধ্যমে এ রাত অতিবাহিত করে।
‘শব-ই-বরাত’ এটি ফার্সী ভাষা। ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। হিজরী সনের ৬ষ্ঠ মাস শাবানের ১৪ তারিখ দিবাগত রাত শব-ই-বরাত বা ভাগ্যরজনী হিসেবে পরিগনিত। কিতাবে বর্ণিত আছে- এ রাতে আল্লাহপাকের নির্দেশে পরবর্তী শব-ই-বরাত পর্যন্ত এক বছরের ভাগ্যলিপি নির্ধারিত হয়ে থাকে। তাই এ রজনীকে মুসলিম উম্মাহ বছরের এক পূণ্যময় রজনী বলে বিশ্বাস ও পালন করে থাকে। এ কারণে বিগত দিনের পাপের জন্য মা প্রার্থনা করে আল্লাহর কাছে আগামীর দিন গুলোতে আশা-আকাঙ্খা পূরণের জন্য অনুগ্রহ কামনা করেন।
শব-ই-বরাত এ করনীয় সম্পর্কে বিশ্বনবী রাসূলে করীম (সাঃ) বর্ণনা করেছেন যে, ১৫ শাবান রাতে তোমরা রাত জেগে ইবাদত কর এবং পরদিন রোজা পালন কর। এ হাদিসের আলোকে জানা যায়, শব-ই-বরাত উপলে মূলত করণীয় হচ্ছে- প্রথমত রাত জেগে ইবাদত করা । যেমন নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত, তাসবীহ-তাহলীল, দোয়া, দুরুদ, তাওবা-ইসতেগফার এসবের মধ্যদিয়ে রাত অতিবাহিত করা। দ্বিতীয়ত পরদিন রোজা রাখা। তবে এরকম বিশেষ দিবসগুলোতে খ্রিস্টান ও ইয়াহুদীরাও তাদের নিয়ম অনুসারে রোজা পালন করে থাকে। তাই ইসলামের নির্দেশনা রয়েছে যে, বিশেষ দিনগুলোতে একটি রোজা রাখার পাশাপাশি আগে বা পরের দিন আরও একটি রোজা পালন করা অর্থাৎ ২টি রোজা রাখা। এসব ইবাদত-বন্দেগীর নির্দেশনার কারণে এ রাতটি অত্যন্ত বরকতময় ও মহিমান্বিত বলে বিবেচিত হয়। মহান স্রষ্ঠা আল্লাহ রাব্বুল আলামীন এ রাতে মানবজাতির জন্য তাঁর বিশেষ রহমতের দরজা খুলে দেন। শাবান মাসের পরই আসে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রৃশিণের মাস রমজান। যে মাসে সিয়াম সাধনার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেগে গড়ে তুলতে প্রয়াস পায়। শব-ই-বরাত জানান দিয়ে যায় সকল পাপ পঙ্কিলতা থেকে পরিত্রাণের জন্য ফজিলতপূর্ণ রমজান মাসের সীয়াম সাধনার জন্য প্রস্তুতির। তাই পবিত্র রমজানের  মুয়াজ্জিনও বলা হয় এ রাতটিকে।
আল্লাহ রাব্বুল আলামীন জীবন-মৃত্যুর দিনণ এবং রুজি-রোজগার বন্টন নির্ধারণ করেন। বান্দাহর প্রতি প্রবাহিত করেন অশেষ রহমত। মা প্রার্থীদের মা করেন, বিপথগামীদের দেখান সঠিক পথ। মুসলমানরা এ রাতের জন্য ব্যাকুল আগ্রহে অপো করেন। মসজিদে, বাড়িতে নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াত করা, দরিদ্র-দুঃখী মানুষদের দান করা, দোয়া মাহফিল করার মাধ্যমে এ রাত প্রতিপালিত হয়ে থাকে। যে আগ্রহ-আকুলতা নিয়ে আমরা এ রাতের জন্য অপেমান থাকি সেই মহিমা বজায় রাখতে হলে আমাদের শব-ই-বরাতের মত প্রতিটি দিন চিন্তা ও কাজে ধর্মীয় অনুভুতিসম্পন্ন হয়ে জীবন যাপনে ব্রতী হতে হবে। ব্যক্তিগতভাবে ইবাদতের পাশাপাশি মানবজাতির কল্যান ও সমৃদ্ধি কামনার সাথে সাথে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ তৈরীতে সচেষ্ট থাকতে হবে। কোন অশুভ অকল্যাণ যেন আমাদের স্পর্শ করতে না পারে সেদিকে ল রেখে ধর্মীয় চেতনা উজ্জীবিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এ রাতেই নিতে হবে। তবেই এ রাতের কাঙ্খিত ফজিলত লাভ করা সম্ভব হবে। তথাকথিত হুজুগে আচার-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রসম-রেওয়াজ পালন করা এ রাতে কাম্য নয়। প্রতিটি মুসলিমের ইমানী দায়িত্ব যে, এ রাতে যেন কোন ভাবেই ইসলাম বিরোধী কর্মকান্ড যেমন- পটকা ফোটানো, হিন্দুদের দেয়ালীর মত মোমবাতী প্রজ্জ্বলন, কবরস্থানগুলোতে নারী-পুরুষ সম্মিলিতভাবে গমন, হালুয়া-রুটি বিতরণ প্রভৃতি না ঘটে সেদিকে ল রাখা। শব-ই-বরাত আমাদের ব্যক্তি জীবনে মুক্তি ও সৌভাগ্যের হোক। সামাজিক  ও রাষ্ট্রীয় পর্যায়েও পারস্পারিক সৌহাদ্যবোধ সৃষ্টি করে দুঃখ-দূর্দশা লাঘবে ঐক্যবদ্ধ প্রয়াস পাক জাতির নেতৃত্ব পর্যায়ে। যা আমাদের সামগ্রীক জীবনে শান্তি, সমৃদ্ধির ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। সে কামনাই করি এ বিশেষ ণে। আল্লাহ যেন আমাদের অতীত জীবনের সকল ভুল-ভ্রান্তি, পাপ মা করে আগামীর দিনগুলো সহজ-সাবলীল ও পবিত্রতায় ভরে দেন। মহিমান্বিত এ রাতে সকল মুসলমান স্রষ্ঠার দরবারে সিজদায় নত হয়ে প্রকৃত মুসলিম (আত্মসমর্পনকারী) হিসেবে তার করুনায় বিগলিত হৃদয়ে  অশ্র“ বিসর্জন দিয়ে সার্বিক কল্যান প্রাপ্ত হোক। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ