• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন |

৭১’র খরচা খাতা: প্রত্যক্ষদর্শী কাল্টুর বয়ান

Golahatসিসিনিউজ: স্বাধীনতা যুদ্ধে ১৩ জুন সৈয়দপুরে মাড়োয়াড়ী হিন্দু নর-নারী শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়। পাকদোসররা যার নাম দিয়েছিল ‘খরচা খাতা’। সে হত্যাকান্ডে কয়েকজন বেঁচে যাওয়ার মধ্যে একজন ৬৮ বছর বয়েসি তপন কুমার দাস ওরফে কাল্টু ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষি আজও ঘটনার বিবরণ দিতে গিয়ে চক্ষ ছলছল করে আবেগে কেঁদে ফেলে তার সাথে আলাপে সে দিনের ঘটনা সিসিনিউজ’র পাঠকের জন্য তুলে ধরা হল।

তিনি বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিন পর পাক হানাদার বাহিনী প্রায় ২ হাজার বাংগালী বিহারীকে আটক করে সৈয়দপুর বিমান বন্দর সংস্কার কাজে নিয়োজিত করে। প্রতিদিন সকাল ৬টায় বিমান বন্দরে হাজিরা দিয়ে কাজ শুরু করে বিরামহীনভাবে বিকাল ৫টায় শেষ করে যে যার মত বাড়ী ফিরে গিয়ে পরদিন যথাসময়ে আসা যাওয়া এভাবে প্রায় ৩ মাস বিনা পারিশ্রমিকে সারাদিন অনাহারে কাজ করতে হত। দুই হাজার লোকের মধ্যে যদি কেহ একদিন অনুপস্থিত বা আসতে দেরী হত তাহলে তাকে ধরে এনে চলতো অমানুষিক নির্যাতন যা কল্পনা করলেও শরীর এখন ঠান্ডা হয়ে আসে মে মাসের শেষের দিকে কাজ শেষ হলে কদিন পর তারিখ মনে নেই তবে ৩০ মে অথবা ১ জুন পাকবাহিনীর পক্ষ থেকে জানানো হয় শহরের মাড়োয়াড়ী ও হিন্দু পরিবার গুলোর উপার্জনক্ষম ব্যাক্তিদের শ্যাম সুন্দর সিংহানিয়ার বাড়ীতে বৈঠক হবে সেখানে ক্যাপ্টেনগুল নামে এক সেনা কর্মকর্তা উপস্থিত থাকবেন কি ভাবে মাড়োয়াড়ী হিন্দুরা সুরক্ষিত থাকবেন তা নিয়ে আলোচনা হবে যথা সময় বেলা ৩টায় প্রায় দুই শত’র মত লোক সেখানে হাজির হলে পূর্ব থেকেই সেখানে রাখা বড় বড় বাসে সকলকে তুলে নিয়ে যাওয়া হয় হাউজিয় প্রকল্পে (বর্তমান ক্যান্টমেন্ট) সেখানে ছোট ছোট ঘরে ৮/১০ জন করে লোককে রাখা হয়। অতিকষ্টে খেয়ে না খেয়ে গোসল ঘুম বলতে গেলে কিছুই ছিল না এভাবে চলতে থাকে ১২ জুন পর্যন্ত এর মধ্যে পাকবাহিনীর সহায়তাকারী রাজাকার আলবদর বাহিনীর লোকজন প্রতিদিন কিছু কিছু লোক ডেকে নিয়ে গিয়ে জানতে চায় তাদের নিরাপদে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং কার কাছে কি আছে নগদ টাকা, স্বর্ণলংকার ব্যাংকে গচ্ছিত টাকার হিসাব নেয়া আর তা সংগ্রহ করা প্রাণের ভয় আর বাসা বাড়ীতে অবস্থানরত মহিলা শিশুদের জন্য তাদের সব কিছু দিতে সেখানে অবস্থানরত সকলে বাধ্য হয়। এভাবে সব কিছু নেয়ার পর ১৩ জুন সেই ভয়াবহ দিন সকাল ৭ টায় রেল স্টেশনে নেয়া হল এবং বলাহল তোমাদের নিরাপদে ইন্ডিয়া পাঠায় দেয়া হবে এরপর স্টেশন থেকে বলা হল প্রতি পরিবারের একজন করে নিজ নিজ বাড়ী গিয়ে পরিবার পরিজন নারী-শিশু ছেলে-মেয়ে মা বোন সকলকে নিয়ে আসো এবং এক সংগে চলে যাও। আগে থেকে আমরা সকলে বুঝতে পারছিলাম ওরা আমাদের কি করবে কিন্তু কোন উপায় নেই। কথা মত পরিবারের সকলকে নিয়ে স্টেশনে এলে সকাল সাড়ে ৮টায় ৪টি বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করলো অত্যান্ত ধীর গতিতে ট্রেনের বগির সকল জানালা বন্ধ দরজায় পাকবাহিনী অস্ত্র হাতে দাড়ানো বৃষ্টিও হচ্ছে অত্যান্ত ধীরে ধীরে গিয়ে গোলাহাট বধ্য ভূমিতে দাড়ানোর পর পরই সেখানে একটি কলভার্টের কাছে বগি থেকে ৪/৫ জন করে নর-নারী-শিশুদের নামিয়ে নিয়ে জবাই করে হত্যা করা শুরু করলো সে কি আর্তনাদ চিৎকার কিন্তু কিছুই করার নেই এক পর্য্যায়ে বগিতে নিজেরাই আগুন দেয়ার চেষ্টা করেও সকলে ব্যর্থ হয় কারণ বৃষ্টির জন্য বগির ভিতরে পানি চলে আসে এভাবে প্রায় সকলকেই হত্যা করার পর আমরা যারা কম বয়েসি ছিলাম ৩০/৩৫ জন বগির জানালা খুলে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে অনেকেই গুলি করে হত্যা করা হয়। তার মধ্যে থেকে আমিসহ ২১ জন কোন মতে বেঁচে পালাতে সক্ষম হই। ট্রেন থেকে ঝাপ দেওয়ার পর দৌড় দিয়ে পালানোর সময় হাত পা কেটে রক্তাক্ত হয়ে যাই তবু জীবন বাঁচানোর সে কি চেষ্টা সে সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সামনের ২/১ হাতের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না। পাকবাহিনী তখনো গুলি করা অবহৃত রাখে হয়ত উপরওয়ালার আর্শিবাদে বৃষ্টির কারণে কোন মতে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে গেলে তারা একটি জামা দেয় এবং দুধ চিড়া খেতে দিয়ে তাদের একজন লোক দিয়ে আরো সামনে কিছু দুরে এগিয়ে দেয় একদিন এক রাত হাটার পর ডোমার টুনির হাট হয়ে ভারতে চলে যাই। ওই পালানোর সময় ট্রেন থেকে কিছু দুরে একটি ছোট শিশু কাঁদতে থাকে তার পিতা-মাতা হয়ত বগির জানালা দিয়ে নিচে নামিয়ে দেয় ওই অবস্থার মধ্যে শিশুটিকে নিয়ে কিছু দুর যাওয়ার পর গুলির ভয়ে আর তাকে সাথে নিতে পারি নাই আজোও আমাদের ওই শিশুর জন্য কষ্ট দুঃখ আর বুক হাহাকার করে।

দেশ স্বাধীনের কিছু দিন পর দেশে আসি ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু ওই হত্যা কান্ডের বিচার বা শহীদের স্বরণে কোন কিছুই এখনো পর্যন্ত গড়ে উঠে নাই। তবে শুনেছি গোলাহাট বধ্যভূমি একটি স্মুতিস্তম্ভ এবারে তৈরি হচ্ছে। প্রতি বছর ১৩ জুন তাদের স্মরণ করি। আজো তাদের কথায় স্বরণে এলে সব কিছু কেমন যেন তালগোল পেকে যায়। কত নির্মম ছিল ট্রেনের ওই হত্যা কান্ডটি। তিনি তখন ওই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন তার চোখ বার বার ছলছল করে উঠছিলো। তিনি এপর্যন্ত দেশী বিদেশী বহু সংবাদপত্র টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এখন বৃদ্ধ হয়ে গেছি আর ক’দিন বাঁচব যদি হত্যা কান্ডের বিচারটা হতো তবে হয়ত কিছুটা মনে শান্তি পেতাম।Niju

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন: সুমিত আগরওয়ালা ও প্রভাষক শওকত হায়াত শাহ।

প্রচ্ছদ পরিকল্পনা: সাংবাদিক নিজু আগরওয়ালা, সদস্য সচিব, গোলাহাট স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটি।

গ্রাফিক্স ডিজাইন: রাজিব কম্পিউটার এন্ড প্রিন্টার্স, সৈয়দপুর প্লাজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ