আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত প্রাক্তন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত৷ বৃহস্পতিবার সিন্ধ প্রদেশের হাই কোর্ট দেশদ্রোহিতা-সহ একাধিক মামলায় অভিযুক্ত মুশারফের বিরুদ্ধে দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে৷ যদিও এখনই দেশ ছাড়তে পারবেন না মুশারফ৷ সরকারপক্ষের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা রয়েছে৷ নওয়াজ শরিফ সরকার যদি সেই পথ ধরেন, তবে আরও কিছু দিনের জন্য মুশারফের বিদেশ ভ্রমণের সম্ভাবনা ঠাণ্ডা ঘরে চলে যাবে৷
আরব আমিরশাহীতে থাকা অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন মুশারফ৷ প্রাক্তন প্রেসিডেন্টের আবেদনের বিরোধিতা করে সরকার৷ সরকারপক্ষের আইনজীবী জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে দেশ ছেড়ে পালাতে পারেন তিনি৷ যদিও সরকারের বিরোধিতাতে আমল না দিয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে৷
সংবিধানের তোয়াক্কা না করে দেশে জরুরি অবস্থা জারি, সুপ্রিম কোর্টের বিচারপতিকে আটক, বেনজির ভুট্টো হত্যা, বালুচ নেতা আকবর বুগতির হত্যা-সহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত প্রাক্তন পাক প্রেসিডেন্ট৷ বেশ কয়েক বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত বছর মার্চে দেশে ফিরেছিলেন তিনি৷ তারপরই গ্রেফতার করা হয়েছিল মুশারফকে।