সিলেট: সিলেটের আলোচিত মডেল সুমাইয়া আক্তার মৌকে গ্রেপ্তার নিয়ে তোলপাড় চলছে। মৌ’র সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে তার দুই প্রেমিককে। গ্রেপ্তারের পর পুলিশের কাছে বারবার ধরনা দিলেও তাদের ভাষ্যে গরমিল থাকায় পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে। তবে, গতকাল বৃহস্পতিবারই মৌ আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী কামরুল ইসলাম। সিলেটের মডেলিংয়ে মৌ’র এর ব্যাপক পরিচিতি থাকায় থার্টি ফাস্ট উন্মাদনা, পার্টি ড্যান্সার হিসেবে তার সুনাম সিলেটে ব্যাপক। মৌ’র পদচারণা সিলেটে প্রায় ৮ বছর ধরে। রূপসী নারী হওয়ায় খুব সহজে সে যে কোন পরিবেশে নিজেকে মানিয়ে তুলে। প্রথমে সে সিলেটে আঞ্চলিক ভাষায় রচিত নাটকে অভিনয় করে। এরপর বিভিন্ন ভিডিও মডেলিং করে। মৌ’র বর্তমান স্বামী কামরুল। সিলেট নগরীর কুমার পাড়ার বাসিন্দা তিনি। স্বামীর তত্ত্বাবধানে মৌ সিলেটের টাকাওয়ালা যুবকের পিছু নেয়। এ কারণে তার প্রতারণায় পড়ে নিঃস্ব হয়েছে অনেক যুবক। পুলিশ জানিয়েছে, সমপ্রতি সময়ে মডেল মৌ সিলেটের হাসান মার্কেটের ব্যবসায়ী সবুজ ও সাজুর সঙ্গে প্রেমের ফাঁদ পাতে। গত কয়েক মাস ধরে ওই দুই যুবকের সঙ্গে প্রেম, আড্ডায় মেতে আছে মৌ। স্বামী কামরুলকে অনেকটা কৌশলে পাশ কাটিয়ে সে আঁধার জগতের বেপরোয়া নারী হয়ে উঠে। এবং স্বামীর অবর্তমানে সবুজ ও সাজুকে নিয়ে মৌ অনেক স্থানে গোপন অভিসার চালিয়েছে। এমনকি মৌ সমপ্রতি ব্যবসায়ী সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে ভাগ বসানোর প্রক্রিয়া চালায়। এসব কারণে মৌ-এর সঙ্গে সবুজ ও সাজুর ত্রিভুজ প্রেমের বিরোধ বাধে। আর এই বিরোধের চূড়ান্ত আকার ধারণ করে বুধবার রাতে। সিলেটের বন্দরবাজার ফাঁড়ির পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে সবুজ ও শুভর সঙ্গে সিটি পয়েন্ট এলাকায় ঝগড়া শুরু করে মডেল মৌ। প্রকাশ্য জনাকীর্ণ স্থানে ঝগড়া শুরু হওয়ায় জনতা পুলিশকে খবর দেয় এবং পুলিশ তিনজনকেই আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এরপর তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হলেও অসংলগ্ন কথাবার্তা পাওয়া যায়। মৌ পুলিশের কাছে একেক সময় একেক কথা বলে। বন্ধরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মানবজমিনকে জানিয়েছেন, কখনও মৌ ব্যবসায়ী সবুজকে তার প্রেমিক হিসেবে আবার কখনও সবুজকে তার প্রেমিক হিসেবে আখ্যায়িত করে। আর সবুজ ও সাজু পুলিশকে জানায়, ছলনার সূত্র ধরে মৌ তাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কথা বার্তায় ফারাক থাকায় পুলিশ গতকাল বৃহস্পতিবার তাদের ৫৪ ধারায় আদালতে সোর্পদ করেছে। এদিকে, মৌ’র বর্তমান স্বামী কামরুল গতকাল রাতে জানিয়েছেন, মোবাইল চুরির ঘটনায় দ্বন্দ্বের সূত্রপাত। আর এর জের ধরে পুলিশ মৌসহ তিনজনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার আদালত থেকে মৌ জামিন পেয়েছে। এখানে মৌ নির্দোষ বলে দাবি করেন তিনি। এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে, অসামাজিকতার অভিযোগে আটক হয়েছে মৌ। তিন বন্ধুর সঙ্গে ফুর্তি করার কারণে আটক হয়। কিন্তু কামরুল জানান, তার স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার রটানো হচ্ছে। উৎসঃ মানব জমিন