স্বাস্থ্য ডেস্ক: শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগে সতর্ক হোন, এই ওষুধ কমিয়ে দিতে পারে মস্তিষ্কের ক্ষমতা জ্বরের সব থেকে কার্যকরী ও সুরক্ষিত ওষুধ হিসাবে এতদিন সারা বিশ্বেই সমাদৃত ছিল প্যারাসিটামল। কিন্তু সাম্প্রতিক গবেষণায় বলছে প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের ক্রমবিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ ভূমিকা নিতে পারে প্যারাসিটামল। উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্যাথা ও জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল ১০ দিন বয়সি কিছু ইঁদুরের উপর প্রয়োগ করেন। তাঁরা দেখেন পরিণত বয়সে এই ইঁদুর গুলির ব্যবহারে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এমনকি ইঁদুর গুলির স্মৃতি শক্তিও হ্রাস পেয়েছে। গবেষকরা দাবি করেছেন শিশু বা ভ্রূণ অবস্থায় মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ মস্তিষ্কের পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। এর প্রভাব সুদূরবিস্তারি হতে পারে। প্রাপ্তবয়সেও থেকে যেতে পারে এর প্রভাব। সামগ্রিক ওছ কম হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তাই শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-মাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন গবেষকরা।