• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন |

রাজধানীতে কমেছে ইলিশের দাম

Elis অর্থ-বাণিজ্য ডেস্ক: রাজধানীর সোয়ারিঘাটের মাছ বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে ইলিশের। গেল সপ্তাহে যেখানে কেজি ওজনের এক হালি ইলিশের দাম রাখা হতো সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা, সেখানে চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকায়। নদীর ইলিশের তুলনায় আরও কমে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। এদিকে সামুদ্রিক মাছের মধ্যে ২০ থেকে ২২ কেজি ওজনের প্রতি ঠিকা সুরমা মাছ বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায়।
তবে ইলিশের থেকে অন্য সব মাছ কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি রুই ২১০ টাকা। তবে বিদেশি রুই বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা দরে। দেশি কাতলা ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও বিদেশিগুলোর দাম রাখা হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। আর মিনার কার্প ১শ থেকে ১২০ টাকা, চিতল ৪শ থেকে ৫শ টাকা, পাঙ্গাস ৯০ থেকে ১শ টাকা, তেলাপিয়া ১২০ টাকা ও আকার ভেদে পুঁটিমাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৩৫০ টাকা দরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ