• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন |

মিরপুরে বিহারিদের সঙ্গে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষ, নিহত ৯

81044_1ঢাকা: রাজধানীর মিরপুর কালসি এলাকায় বিহারি বস্তির বাসিন্দাদের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শবে বরাতের রাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষের পর বিহারি ক্যাম্পের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় স্থানীয় লোকজন। আগুনে পুড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এর মধ্যে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজন শিশু। একটি টেলিভিশনের ফুটজে দেখা যায় এক ব্যক্তি একটি শিশুর আগুনে পোড়া লাশ অন্যত্র সরিয়ে নিচ্ছেন। শিশুটির সারা শরির আগুনে পুড়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর বিহারি ক্যাম্পের কয়েকজন যুবক আতশবাজি পোড়ালে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বেধে যায়। পরে দুর্বৃত্তরা বিহারি ক্যাম্পের কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা কয়েকটি বাড়ি ও দোকানে লুটপাট চালায়। আগুনে ঘুমন্ত লোকজন মারা যায়। হতাহতের খবর ছড়িয়ে পড়লে বিহারি ক্যাম্পের লোকজন বিক্ষোভ করতে থাকেন। তাদের বিক্ষোভ থামাতে পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়। পুলিশের সাঁজোয়া যান রাস্তায় টহল দিচ্ছে। আগুনে দগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ