ঢাকা: গণআজাদী লীগ সভাপতি, ১৪ দলের কেন্দ্রীয় নেতা, বর্ষীয়ান জননেতা আব্দুস সামাদ (৭০) আর নেই। তিনি শুক্রবার বিকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।
মৃতের সহকর্মীরা জানান, রাতে মরহুমের লাশ মালিবাগস্থ বাসভবনে আনা হয়। রাত ১০টার দিকে স্থানীয় মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজা আনুষ্ঠিত হওয়ার কথা।
আজ শনিবার ফজরের নামাজের পর আরেকটি জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
আব্দুস সামাদের মুত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
এর আগে তার মৃত্যুর খবর শুনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম, ওয়াকার্স পার্টি সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরন রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে যান।
এক যুক্ত শোক বিবৃতিতে নেতারা বলেন, মরহুম আব্দুস সামাদ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তাদের এক অকৃত্রিম সুহৃদকে হারালো, যা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তারা মরহুম আব্দুস সামাদের রুহের মাগফেরাত কামনা ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান।