দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দিনাজপুর তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রক্ত কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে শেষ করে। র্যালিতে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র’র সেক্রেটারী এ্যাড. মোঃ নুরুল ইসলাম, অফিস সুপার আহচান আলী, প্রোগ্রাম ম্যানেজার আবু বক্কর সিদ্দিক এলিট, রেষ্ট হাউজ ম্যানেজার আশরাফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট বিশ্বজিৎ কুমার রায়, হিসাব রক্ষক বিশ্বনাথ রায়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী ও সুধীজন অংশগ্রহন করেন।