• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন |

সৈয়দপুরে নিষিদ্ধ যৌন উত্তেজক ড্রিংকস্’র কারখানার সন্ধান

Saidpur Picসিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়িতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক এনার্জি ড্রিংকস কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে চার হাজার বোতল ড্রিংকস ও ড্রিংকস তৈরির বিপুল পরিমানে সরঞ্জাম, লেবেল উদ্ধার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হোতা আফজাল হোসেন (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের টহল পুলিশের এটিএসআই মোস্তাক আহমেদ রবিবার রাত ১০টার দিকে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লার মাহাতাব বেগ রোডের আফজালের বাসায় যৌন উত্তেজক ড্রিংকসের কারখানার সন্ধান পায়। তিনি তাৎক্ষনিক উর্ধতন কর্তৃপক্ষকে জানালে এএসপি (সার্কেল) সাজেদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আউয়াল, উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ও তানভিরুল ইসলামসহ একদল পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামে মোড়কজাত করা ড্রিংকস উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ড্রিংকসের মধ্যে রয়েছে জিনসিন প্লাস, শক্তি প্লাস, টাইটোনিক, হর্স পাওয়ার, পাগলু ফিলিংস, স্পার্ক, মাশরুম পাওয়ার, জিনসিন গুরু, নাইট পাওয়ার ইত্যাদি।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তানভিরুল ইসলাম জানান, আফজালের বাড়ির প্রধান ফটক খুলে না দেয়ায় দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, হয়তো পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কারখানার মূল হোতা।
এএসপি (সার্কেল) সাজেদুর রহমান জানান, দীর্ঘদিন থেকে বাসাটিতে যৌন উত্তেজক ড্রিংকস উৎপাদন করে বাজারজাত করে আসছিল আজগর আলীর ছেলে আফজাল। গোপন সংবাদের ভিত্তিতে আফজালের বাড়িতে অভিযান চালানো হলে বিভিন্ন ব্রান্ডের এনার্জি ড্রিংকস এবং তা তৈরির কাঁচামাল, লেবেল, খালি প্লাস্টিড বোতল, কার্টুনসহ বিভিন্ন সরঞ্জমাদী উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
রাত ২টায় এ রিপোর্ট লেখার সময় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ