• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন |

সাকিবের দর্শক পেটানোর ঘটনা তদন্ত করবে বিসিবি

sakib 1খেলাধুলা ডেস্ক: স্ত্রীকে উত্যক্তকারী দর্শককে বাংলাদেশের সেরা অলরাউন্ডার নিজ হাতে পিটিয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তা তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় ওই ঘটনা ঘটে।
খবরে প্রকাশ, বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় ভিআইপি গ্যালারিতে শিশির তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করলে বিসিবির কর্মীরা তাদের কয়েকজনকে ধরে মারধর শুরু করেন। খবর পেয়ে সাকিবও এসে তাতে যোগ দেন।
বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরীর উদ্ধৃতি দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, বোর্ড এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, আমরা এ ধরনের ঘটনার কথা শুনেছি, তবে দেখিনি। সিরিজের পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহীম বলেন, যে খেলোয়াড়ই অন্যায় করুক না কেন, তার দলের ব্যাপার।
তিনি বলেন, আমি জানি না কী ঘটেছে। অনেক কথাই বলা যেতে পারে। লোকজন যা-ই বলুক না কেন, আমাদের তা মাথা পেতে নিতে হবে। আমি বলব, এটা কেবল তার ভুল নয়, পুরো দলের ভুল। এমনটা যে কারো ক্ষেত্রে হতে পারত। তাই দলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
চলতি বছরের প্রথম দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় অশ্লীল ইঙ্গিত করায় সাকিবকে তিনটি ওয়ানডে ম্যাচের জন্য সাসপেন্ড এবং তিন হাজার ৮০০ ডলার জরিমানা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ