• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন |

চুমু খেলেন ম্যারাডোনা, কে এই তরুণী?

New Rose Cafe, Saidpur

81305_1খেলাধুলা ডেস্ক: ফুটবল বিশ্বকাপের নিজের দেশের প্রথম ম্যাচকে সামনে রেখে ব্রাজিলে পৌঁছেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তবে, মেসি-আগুয়েরোদের আশপাশে না উঠে ‘হ্যান্ড অব গড’ খ্যাত এই ফুটবলার উঠেছেন বসনিয়া-হার্জেগোভিনার মালিকানাধীন একটি হোটেলে!

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ব্রাজিলে বিশ্বকাপের বেশ ক’টি ম্যাচে ধারাভাষ্য দেবেন মাঠ থেকে আর্জেন্টিনা দলের ডাগ আউটে অস্থির পায়চারি করা ম্যারাডোনা।

রোববার ব্রাজিলে পৌঁছানোর পর একটি বসনিয়ান হোটেলে ওঠেন এই ফুটবল কিংদন্তি। কিছুক্ষণ পর হোটেল থেকে বের হওয়ার সময় ক’জন ভক্তকে তাকে ঘিরে থাকতে দেখা যায়।

এসময় অবশ্য নিজের দেহরক্ষীদের উপস্থিতিতেই এক তরুণীকে জড়িয়ে ধরে চুমু খান ম্যারাডোনা। তবে, ওই তরুণীর পরিচয় জানা যায়নি।

রিওডি জেনেরিও’র মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ৪টায় বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার শিরোপা জয়ের লড়াই।

আর্জেন্টিনার লড়াইকে সামনে রেখেই ম্যারাডোনা আরেক ফুটবল কিংবদন্তি পেলের দেশে অবস্থান করছেন-এটা বলাই বাহুল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ