আন্তর্জাতিক ডেস্ক: মিশর সরকার এবার মুসলিম ব্রাদারহুডের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিতে শুরু করেছে। খবর এএফপি’র।
রবিবার কায়রো শহরে ব্রাদারহুড নেতাদের দুটি সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে মিশর সরকার।
এর একটি সিওদি সুপারমার্কেট চেইন- যার মালিক ব্রাদারহুড নেতা আবদেল রহমান সিওদি এবং অন্যটি জাদ ডিপার্টমেন্ট স্টোর-যার মালিক ব্রাদারহুড নেতা খায়রাত আল-শাতের।
কায়রোর পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি আল-দেমেরদাশ এ ব্যাপারে বলেন,‘নিরাপত্তা বাহিনী আইন বাস্তবায়ন করছে।’
সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন,ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিষিদ্ধঘোষিত ব্রাদারহুডকে অর্থায়ন করছে।
গত সেপ্টেম্বরে মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
ব্রাদারহুড নেতা শাতের এখন কারাবন্দি। তিনি দলটির দ্বিতীয় প্রধান নেতা এবং আর্থিক বিষয়াদি দেখাশোনা করতেন। গত জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে সিওদি একজন ধণাঢ্য ব্যবসায়ী। কিন্তু ব্রাদারহুডের সাথে তার সম্পর্ক স্পষ্ট নয়।
রবিবার সরেজমিনে দেখা যায়,বিপুল সংখ্যক মুখোশদারী পুলিশ সিওদির সামনে অবস্থান নিয়ে ক্রেতাদের সেখানে ঢুকতে বাধা দিচ্ছে।
মার্কেটের ম্যানেজার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা ক্রেতাদের কাছে পানীয় ও খাবার বিক্রি করি, রাজনীতি নয়।’
গত জুলাই মাসে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মিশরের বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে।
অথচ ২০১১ সালে স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনসহ প্রতিটি নির্বাচনেই দলটি জয়ী হয়েছে।
সিসির ক্ষমতা দখলের পর ব্রাদারহুডের অন্তত ৪ হাজার নেতাকর্মীকে হত্যা এবং ৪০ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রাদারহুড।