সিসিনিউজ: ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশন সৈয়দপুর ইউনিটের উদ্যোগে একজন গ্রাহকের মৃত্যু দাবি পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের উপকন্ঠে বিমানবন্দর পশ্চিমপাড়ায় ওই মৃত্যু দাবি পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ঠাকুরগাঁও জোন কার্যালয়ের উন্নয়ন ব্যবস্থাপক (জেভিপি) মো. মোখলেছুর রহমান শাহ্ হেলাল। সভাপতিত্ব করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশন সৈয়দপুর ইউনিটের গ্রাহক কমিটির উপদেষ্টা অ্যাড. এস এম ওবায়দুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর সৈয়দপুর ইউনিট ব্যবস্থাপক মো. নকিবুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌরসভার মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, কনিকা রানী সরকার, সংগঠক মোছা. আখতারী বেগম মনি, সমাজসেবক নবী আলম মন্ডল,আব্দুল হালিম প্রমূখ।
অনুষ্ঠানে গ্রাহক আবেদা খাতুনের (৪৬) মৃত্যুতে নমিনি তাঁর ছোট ছেলে মো. জাহাঙ্গীরের হাতে মৃত্যু দাবি পরিশোধের ২৫ হাজার ৭৬ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সৈয়দপুর শহরের বিমানবন্দর নতুন মুন্সিপাড়ার মো. রহিম উদ্দিনের স্ত্রী আবেদা খাতুন। তিনি ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশন সৈয়দপুর ইউনিটের আওতায় ২৩ হাজার টাকার একটি ক্ষুদ্র বীমা করেছিলেন। তিনি বীমা সংগঠক মোছা. আখতারী বেগম মনির মাধ্যমে মাসিক প্রিমিয়াম ২০০ টাকার ওই বীমাটি খোলেন। ওই গ্রাহক কেবল মাত্র ৫৯ টি প্রিমিয়াম জমা করেন। এরপর গত বছরের ১৩ সেপ্টেম্বর মারা যান তিনি। বীমায় নমিনি তাঁর ছিল ছোট ছেলে মো. জাহাঙ্গীর। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বীমা গ্রাহক আবেদা বেগমের মৃত্যু দাবি পরিশোধ করা হয়।