• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন |

অভিষেকে ইতিহাসের পঞ্চম সেরা তাসকিন

Taskinখেলাধুলা ডেস্ক: মিরপুরে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং ইতিহাস সৃষ্টি করেছে। ২৮ রান দিয়ে তার ৫ উইকেট পেয়ে তিনি অভিষেকে পঞ্চম সেরা বোলারে পরিণত হয়েছেন।
ইতিহাসের পাতায় এখন তাসকিনের আগে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অ্যাডওয়ার্ড (৬/২২), অস্ট্রেলিয়ার ডডমেইট (৫/২১), শ্রীলঙ্কার কারনাইন (৫/২৬), কানাডার কডরিনটন (২৭/)।
তবে বাংলাদেশের ক্ষেত্রে এখন তাসকিনই সেরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই অভিষেকে সেরা সাফল্য পেলেন।
১৯ বছর বয়সী আজই প্রথম ওয়ানডে ম্যাচ খেললেও আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে গত এপ্রিলেই। তবে বেশি নয়, একটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার।
আজ মঙ্গলবার তার তাণ্ডবে কেঁপে যায় ভারত শিবির। তার শিকার হয়ে উত্থাপা (১৪), পূজারা (১১), রাইডু (১), বিনি (৩), মিশ্র (৪) বিদায় নেন। ভারত মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ