সিসিনিউজ: পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালানো হয়। সোমবার রাত ৮টার দিকে ওই অভিযানে ৭ ফল ব্যবসায়ীর ফলে ফরমালিন পাওয়ায় ১৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে।
এরা হলেন কলা ব্যবসায়ী আতিয়ার রহমান ১০ হাজার টাকা, লিচু ব্যবসায়ী আফজাল হোসেন ২ হাজার টাকা, আফজাল মিয়া ২ হাজার টাকা, আলমগীর হোসেন ১হাজার টাকা, শাহ আলম ৫শ’ টাকা, শাহীন আলম ৫শ’ টাকা, আম ব্যবসায়ী ইয়াছিন ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরমালিনযুক্ত বিপুল পরিমান ফলমুল ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহিদ মিনার এলাকা থেকে মাত্রাতিরিক্ত ফরমালিন থাকায় বিপুল পরিমাণ লিচু, আম ও কলা জব্দ করা হয়। পরে রাত ৯ টায় শহিদ মিনার রাস্তায় ঢেলে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চাপা দিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মঞ্জুরুল আলম, পার্বতীপুর রেল থানার ওসি ইসরাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জোহাসহ বিপুল সংখ্যক পুলিশ।
২৬২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-১
পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজার এলাকা থেকে ২৬২ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার করেছে।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকা থেকে মাদকদ্রব্য কর্মকর্তা সিরাজুল ইসলাম এক অভিযান চালিয়ে এলাকার মোসলেম চৌধুরির পুত্র বহুল আলোচিত মাদক সম্রাট নুর নবী বাবুু ওরফে টিএনওকে ২৬২ বোতল ফেন্সিডিল ও হিরোইনসহ আটক করে। পরে আরো দু’ স্থানে অভিযান চালিয়ে কোন মালামাল উদ্ধার করতে পারেনি। ২৬২ বোতল ফেন্সিডিলসহ আসামী পার্বতীপুর মডেল থানায় জমা দিলেও রহস্য জনক কারনে হিরোইন জমা হয়নি। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পার্বতীপুর সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মহিলা মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পার্বতীপুরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ইসরাইল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে পার্বতীপুর শহরের রেলওয়ের সাহেবপাড়া এলাকার মহিলা মাদক ব্যবসায়ী ফিরোজা বেগম(৪৫) এর বাড়ীতে তল্লাসী চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে পার্বতীপুর রেলওয়ে টাউন ফাড়ির ইনচার্জ এ এস আই আব্দুল বাতেন। একই দিন রাতে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা হলরুমে দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১০ ইউনিয়নে প্রায় ১’শ চাষী এ প্রশিক্ষণে অংশ নেয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেলাইচন্ডি ইউ’পি চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর জেলা সমন্বয়কারী উদ্ধর্তন কর্মকর্তা কমল কৃষ্ণ কুন্ডু, পার্বতীপুর ও দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত পাট কর্মকর্তা অশীম কুমার মালাকার এবং পার্বতীপুর পাট অফিসের ট্রেইনার মহিবুল হক। তারা পাটের চাষ বাড়াতে পাট চাষীদের উদ্বুদ্ধকরণ ও অলস মাটিতে পাট চাষের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।