• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

১৫৯ দেশে কাজ করে ৮৭ লাখ বাংলাদেশি

New Rose Cafe, Saidpur

image_96509_0ঢাকা: দেশের ৮৭ লাখ মানুষ বিশ্বের ১৫৯টি দেশে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক সেমিনারে তিনি এ তথ্য দেন। ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ- ২০১৪’ উৎযাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমাদের সরকার ৫ বছরে ২৫ লক্ষ লোক ট্রেনিং দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে। তারা এখন দেশের বাইরে দক্ষতার সঙ্গে কাজ করছে। এবং দেশের ৮৭ লক্ষ লোক বিশ্বের ১৫৯টি দেশে কর্ম করছে।’ এসময় তিন দেশের যে জনশক্তিকে সম্পদ বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সে মোতাবেক কাজ করছি। আমাদের উদ্যোগের ফলে মানুষ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।’ দক্ষ জনশক্তি তৈরি করতে প্রতিটি উপজেলায় একটি করে ভোকেশনাল ট্রেনিং সেন্টারও করা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত শিক্ষা সচিব মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাজাহান মিয়া, বিসেপ প্রজেক্ট আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সিজার ড্রাগুটান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুর নাহার, প্রফেসর মালয় ইউনিভার্সিটির অধ্যাপক গাজী আলম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এম আর সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ