জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): বোর্ড নির্দেশিত প্রশ্ন সেট বাদ দিয়ে ভুল প্রশ্ন সেটে পরীক্ষা নেয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রের ৭৮ জন পরীক্ষার্থীর শিক্ষা জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছে।
জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গত ২৯.০৫.১৪ তারিখে কৃষি শিক্ষা বিষয়ের ১ম পত্রের (বিষয় কোড-২৩৯) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অধীনস্থ সকল কেন্দ্র ‘ক’ প্রশ্ন সেটে ওই পরীক্ষা গ্রহন করে। কিন্তু বোর্ডের নির্দেশ উপেক্ষা করে শুধুমাত্র ফুলবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রে কাশিপুর ডিগ্রী কলেজের ৭৮ জন শিক্ষার্থীর পরীক্ষা “খ” প্রশ্ন সেটে নেয়া হয়। সম্প্রতি কাশিপুর ডিগ্রী কলেজের সংশ্লিষ্ট বিষয়ের প্রভাষক বোর্ড থেকে পরীক্ষার খাতা নিরিক্ষনের জন্য নিয়ে আসেন। অন্য কেন্দ্রের এসকল খাতা নিরিক্ষনের সময় ফুলবাড়ী ডিগ্রী কলেজ কেন্দ্রের প্রশ্ন পত্রের সাথে ওই খাতার বান্ডিলে থাকা প্রশ্ন পত্রের অমিল হওয়ায় বিষয়টি সকলের নজরে আসে এবং তোলপাড় সৃষ্টি হয়।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ও উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ হাসান আলী বলেন, ভুল বশত: বোর্ড নির্দেশিত ‘ক’ সেটের পরিবর্তে “খ” প্রশ্ন সেটে পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি বোর্ডে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় গতকালই কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট ৫ জনকে কারন দর্শানোর জন্য পত্র দেয়া হয়েছে।
দিনাজপুর বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম জানান, বিষয়টি আমরা জেনেছি, ওই কেন্দ্রের খাতা সনাক্ত করা হয়েছে। খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।