ঢাকা: একাত্তরে এ আওয়ামী লীগ কম্বল চুরি করেছে আর এখন মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট থেকে সোনা চুরি করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা চুরি করে তাদের কোনো ধর্ম নেই। সুতরাং আওয়ামী লীগেরও কোনো ধর্ম নেই।’।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গুম, খুন, অপহরণ ও সন্ত্রাসের বিরুদ্ধে চাই গণআন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ক্ষমতাসীনরা বিদেশিদের খুশি করে ক্ষমতায় টিকে আছে। এ কারণে জনগণের দাবিকে উপেক্ষা করে ক্ষমতায় আছেন। কারণ তারা দেশের সকল সম্পদ লুট করে জনগণের হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে ক্ষমতা ছাড়বে, তার আগে নয়।’
তিনি বলেন, ‘বর্তমান মন্ত্রী সভায় সদস্যরা নির্লজ্জ ও তাদের লজ্জা দেয়ার ভাষা নেই। কেবল জনগণ প্রতিরোধ করলেই তাদের লজ্জা হবে।’
সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলী আশরাফ আখন্দসহ অন্যান্য নেতারা।