দিনাজপুর প্রতিনিধি: বিরলে ভূয়া পুলিশ পরিচয়দানকারী ২ যুবককে জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ এলাকাবাসি জানায়, বৃহষ্পতিবার সকালে উপজেলার রাণীপুকুর ইউপি’র দক্ষিণ মাধবপুর (তাঁতীপাড়া) গ্রামের জ্যোতিশ চন্দ্র সরকারের পুত্র ধীরেন চন্দ্র সরকারের বাড়ীতে ২ যুবক পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে তাদের আচরণে প্রতিবেশীদের সন্দেহ হয়। প্রতিবেশীরা স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিনকে সংবাদ দিলে তিনি গ্রাম্য পুলিশসহ ঘটনাস্থলে পৌছলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাদের সন্দেহ স্থানীয় জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিরল উপজেলার বেতুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদ (২২) ও মৌচুষা গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে আজাদকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে। এ থানায় মামলা দায়ের করা হয়েছে।