সিসিনিউজ: নীলফামারীর পল্লীতে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিসিনিউজ ও হাজী ফাউন্ডেশন এর উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ফকিরগঞ্জ চকবেড়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার গরীব-অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনলাইন নিউজ পোর্টাল সিসিনিউজ’র সম্পাদক জসিম উদ্দিন’র মাতা মরহুম আলহাজ্ব গোলেজন বিবি’র স্মরণে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ব্যবস্থাপত্র দেন ডা. শেখ নজরুল ইসলাম, ডা. আফরোজা বেগম সুমি, ডা. ওয়াসিম বারী জয়, ডা. মনোয়ারুল ইসলাম, ডা. শামীমা আক্তার সোহাগী, ডা. নাসরিন সুলতানা, ডা. ফারহানা হক।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি মিলাদুন্নবী মামুন, নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম, নীলফামারী সদরের ট্রাফিক সার্জেন জ্যোতির্ময় রায়, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনিয়র এরিয়া ম্যানেজার জহুরুল হক মন্ডল, সিসিনিউজ’র নির্বাহী সম্পাদক এম এন ইসলাম, ডেইলী অবজারভার এর জেলা করেসপনডেন্ট সাব্বির আহমেদ সাবের, নিউজ বিডিএন ডটকম এর নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান আলী, দৈনিক ভোরের আলোর সৈয়দপুর সংবাদদাতা এম আর মহসিন, স্টাফ রিপোর্টার এস আই সাদেক, রুহুল কুদ্দুস সহ হাজী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।