খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ২নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের উন্নয়নে ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট উন্মুক্ত ভাবে ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগম, বিশেষ অতিথি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি দেব প্রসাদ মহন্ত দেবু, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মজিবর রহমান এবং আওয়ামীল লীগ নেতা হাফিজ সরকার। ইউপি মেম্বার, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং জন সাধারনও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব ওয়াহিদুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে ৩৫ লাখ ৭ হাজার ১৩৬ টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ ৯৩৬টাকা এবং উদ্বৃত্ত ৬ হাজার ২০০ টাকা দেখানো হয়েছে। এ বাজেটে যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও পয়প্রণালী এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মেরামাতের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।