• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

হিলিতে ৪০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট আটক

New Rose Cafe, Saidpur

Bgb Pic 002হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় নিষিদ্ধ ৪০ হাজার পিচ টারগেট যৌন উত্তেজনার ট্যাবলেট আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য গুলো আটক করে। আটককৃত  চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।চোরাচালান এ কাজের সঙ্গে জড়িত কাউকে  বিজিবির সদস্যরা আটক করতে পারেনি।
বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল হামিদ জানান, আজ শনিবার ভোর বেলা এক দল চোরাকারবারি  সীমান্ত অতিক্রম করে ভারতীয় এসব অবৈধ্য পণ্য গুলো নিয়ে উপজেলার মোল্লার বাজার এলাকায় এলেই আগে থেকেই অনুসন্ধানে থাকা বিজিবির সদস্যরা পৃর্ন গুলো আটক করে। তিনি আরো বলেন অবৈধ্য এসব মালামাল আটকে নেতৃত্ব দেন  ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক আব্দুল হান্নান। আটক করা টেবলেট গুলো ক্যাম্পে নিয়ে আসে এবং পরে সেগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়।
এ ব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে; কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনা সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ