সিসি ডেস্ক: বাংলাদেশের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রায় ৪৫টি ক্যাম্প রয়েছে। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, বিএসএফের বিশেষ মহাপরিচালক (স্পেশাল ডিজি) বি ডি শর্মা আগরতলায় সাংবাদিকদের বলেন, ‘বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার এবং অত্যন্ত সহযোগিতাপূর্ণ। যদিও বাংলাদেশের মাটিতে ৪৫টি ক্যাম্প রয়েছে আমাদের উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গিদের।”
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে, বিএসএফের ঢালাওভাবে করা এ অভিযোগ অস্বীকার করে সুনির্দিষ্ট তালিকা চেয়েছে বাংলাদেশ।
প্রয়োজনের তুলনায় বিজিবি সদস্য সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ থেকে ভারতীয় জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা সম্ভব না বলেও মন্তব্য করেন বি ডি শর্মা।
তিনি জানান, ৪৫টি ক্যাম্পের মধ্যে ত্রিপুরাভিত্তিক জঙ্গিদের ২১টি ক্যাম্প রয়েছে। অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) ও ন্যাশনাল লিবারেশান ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) অধিকাংশ ক্যাম্প নিয়ন্ত্রণ করছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে তিন হাজার ৩১৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের প্রাচীর দেওয়া হবে। দুই হাজার ৪১৮ কিলোমিটার সীমান্ত এরই মধ্যে কাঁটাতার দিয়ে পৃথক করা হয়েছে। আরো ৩৪২ কিলোমিটার বেড়া নির্মাণের কাজ চলছে। সীমান্তের ৭০ শতাংশই এখন কাঁটাতারে আলাদা বলে মন্তব্য করেন শর্মা।
বি ডি শর্মা বলেন, ‘অস্ত্র দিয়ে কোনো সীমন্তই পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। সীমান্তের দুই পাশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া উচিত। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সীমান্ত এলাকায় ৬০টি হাট বসানোর প্রস্তাব দিয়েছি। দুই দেশের লোকেরাই এসব হাটে এসে তাদের পণ্য বিক্রি করতে পারবে।” ৬০টি হাটের মধ্যে ২২টি মেঘালয়ে, ৩২টি পশ্চিমবঙ্গে, চারটি ত্রিপুরায় এবং দুইটি আসামের সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ডে বসবে বলে জানান তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।