বিনোদন ডেস্ক: স্নেহা উল্লাল, ঐশ্বরিয়া রায় বচ্চনের ফটোকপি বললে ভুল হবে না। বলিউডে দীর্ঘ বিরতির পর আবারো কাজ শুরু করেছেন। তবে কাজ শুরু করতে না করতেই একটু আবেগী দৃশ্যে অভিনয় করতে গিয়ে মোটামুটি কেঁদেই ফেলেন তিনি।
২০১২ সালে সালমান খানের হাত ধরে ‘লাকি’ চলচ্চিত্রটির মাধ্যমে বলিউডে পা রাখেন স্নেহা। তারপর হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। তবে নতুন খবর হলো ‘বেজবান ইস্ক’ নামে নতুন একটি বলিউডি চলচ্চিত্রের শ্যুটিং শুরু করেছেন তিনি। আগেরবারের তুলনায় এবার অভিনয়ের প্রতি অনেক বেশি যত্নবান স্নেহা। তাই চলচ্চিত্রটিতে একটি কান্নার দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি কেঁদে ফেলেন তিনি। যা দেখে পরিচালক তো মহা খুশি। মনে মনে ভাবতে থাকেন এতো দিন কোথায় ছিলো এই রমণী।
উল্লেখ্য, স্নেহা উল্লাল বলিউড দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, মাঝখানে বেশ কিছু আঞ্চলিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এমনকি পাশ্ববর্তী দেশ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’র একটি আইটেম গানেও অভিনয় করেছেন তিনি।