সিসিনিউজ: নীলফামারীর জলঢাকায় ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির মামা রহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে জলঢাকা থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে জলঢাকা পৌরসভার ৪নং ওয়ার্ডের বগুলাগাড়ীর ডাঙ্গাপাড়া এলাকায়। ধর্ষনের শিকার কিশোরীটি ওই এলাকার ভিক্ষুক তৈয়বার রহমানের কন্যা। ধর্ষিতা শিশুটি জানান, ‘ঘটনার দিন আমার বাবা ভিক্ষা করতে বাইরে যায় এবং মা মাঠে ঘাস কাটতে গেলে পার্শ্ববর্তী এলাকার মৃত খাইষ্টা মামুদের ছেলে আজিজ (৪৫) আমাকে একা পেয়ে জোড় করে ধর্ষণ করে। ওই লোকটিদীর্ঘদিন ধরে প্রায় আমাকে বিরক্ত করত। আমি এর বিচার চাই’। ওই ওয়ার্ডের কাউন্সিলার রফিকুল ইসলাম এমন অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবী জানান। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামী গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।