• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন |

কালোটাকা সাদার সুযোগ না থাকলে আরো তারেক জন্মাবে

Awoalঢাকা: তরিকত ফেডারেশন মহাসচিব ও লক্ষীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, কালোটাকা সাদা করার সুযোগ না থাকলে এদেশে আরো তারেক রহমান-কোকোদের জন্ম হবে। বিদেশে চুরি করে টাকা পাচারের ইতিহাস আরও বৃদ্ধি পাবে।

সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আবাসন খাত ও শেয়ারবাজার কালোটাকা ব্যবহারের সুযোগ দেয়ার প্রস্তাব রাখেন।

এম এ আউয়াল বলেন, ‘অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের মুক্তিযুদ্ধের স্মৃতিময় স্থানগুলোয় যাদুঘর ও পাঠাগার স্থাপনের বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ। দেশের আনাচে-কানাচে গড়ে ওঠা পাঠাগারগুলোর দৈন্য পরিস্থিতির মধ্যে নতুন করে বইপাঠের অভ্যাস আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি করার যে প্রস্তাব দিয়েছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।’

শিশুদের রাজনৈতিক ব্যবহারে সরকারের কঠোর হওয়ার প্রস্তাবে স্বাগত জানান তরিকত ফেডারেশন এই এমপি বলেন, ‘কোমলমতি শিশুদের রাজনৈতিকভাবে যারা ব্যবহার করে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।’

আউয়াল আরো বলেন, ‘দেশ থেকে জঙ্গিবাদের মুলোৎপাটন করা হলেও জঙ্গিবাদের ভূত রয়ে গেছে। এ কারণে রাতের আঁধারে হেফাজত ও লালবাগের মৌলবাদীরা সরকার উৎখাতের স্বপ্ন দেখেছিল। তাদের মোকাবেলা করতে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের প্রয়োজন বলে আমি মনে করি।’ বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ