• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন |

নীলফামারীতে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

1111নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সূর্যদোয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে বর্নাঢ্য আনন্দো শোভাযাত্র বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। আনন্দো  শোভাযাত্রায় আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, সেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ‘সাম্প্রদায়িকতা’র মূলোৎপাটনে দেশবাসী এক হও’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী, জেলা যুব-মহিলা লীগের সভাপতি ও  সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ