চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে র্দীঘদিন পর কুড়িগ্রামের চিলমারী মডেল থানা চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধা ৬ টায় চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র এ.এস.পি এস এম ফজলুল হক। বক্তব্য রাখেন চিলমারী প্রেস ক্লাব উপদেষ্টা সভাপতি নাজমুল হুদা পরভেজ, চিলমারী প্রেস ক্লাব সাধারন সম্পাদক ও সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিলন, চিলমারী সাংবাদিক ফোরামের সাধরন সম্পাদক মামুন অর রশিদ, ইউপি সদস্য বিল্পব, ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, প্রমুখ। উপস্থাপনা করেন এস আই মোঃ আনিছ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক, যানজোট, হয়রানী মুলক মামলা দুর করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।