• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন |

কাহারোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

yRRকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং-এর মুল কথা জনতায় পুলিশ, পুলিশই জনতা। এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে কাহারোল থানা আয়োজিত সোমবার কাহারোল থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলা কমিউনিটি পুলিশিং- এর সভাপতি ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফারুক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল এ এস পি অসিত কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বিশ কুমার সরকার, ৬নং ইউপি চেয়ারম্যান মো: আতাউর রহমান বাবুল, ৫নং ইউপি চেয়ারম্যান মো: নাসিরুল ইসলাম, ১নং ডাবর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। আলোচনা শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো: হামিদুল ইসলাম, মো: খোরশেদ আলম, মো: মিজানুর রহমান, সাংবাদিক সুকুমার রায়সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত কমিউনিটি পুলিশিং-এর সদস্য-সদস্যা বৃন্দ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলার প্রায় ২শত কমিউনিটি পুলিশিং-এর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

কাহারোলে পাবলিক সার্ভিস ডে অনুষ্ঠিত
পাবলিক সার্ভিস ডে/২০১৪ উদ্যাপন ও ন্যাশনাল ওয়েব পোর্টাল উদ্বোধন উপলক্ষ্যে কাহারোল উপজেলা প্রশাসন-এর আয়োজনে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার” এই প্রতিপাদ্যটির বিষয়ের উপরে আলোচনা করেন, প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: শামীম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আশরাফুল হক প্রধান, উপজেলা শিক্ষা অফিসার, মো: রফিক-উজ-জামান প্রমুখ। এবং জাতীয় ওয়েব পোর্টাল উদ্বোধনের অনুষ্ঠানটি সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ