চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সোমবার ৬৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করেন বাংলাদেশ আওয়ামীলীগের চিরিরবন্দর থানা কমিটি সহ সকল ইউনিয়ন কমিটি। উপজেলা আওয়ামীলীগ অফিসে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন থানা আওয়ামীলীগের সভাপতি সহ সকল নেত্রীবৃন্দ। বেলা ৩টায় কেক কাটে এবং একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে ঘুঘুরাতলীতে একটি আলোচনা সভা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্। বক্তব্য রাখেন সবুজ, ফিজার, গোলাপ, সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, জেলা কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলাম তারিকসহ সকল ইউনিয়নের নেত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মোখলেছার রহমান (বাবু)।