একরামুল হক বেলাল: সারাদেশে ফরমালিন দেওয়া বিভিন্ন ফলের উপর সরকারী অভিযান অব্যাহত থাকায় পার্বতীপুর পৌর শহরের শহীদ মিনারে এখন লিচু শুন্য হয়ে পড়ায় এখন আনারসে ভরপুর হয়ে গেছে।
শহীদ মিনারে এক ভ্রাম্যমান আনারস ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১৬ জুন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম এক অভিযান চালিয়ে রাতে ফরমালিনযুক্ত প্রায় ২০ হাজার লিচু এবং কলা গাড়ীর চাকা দিয়ে পিষ্ট করে ধ্বংসসহ ব্যবসায়ীদের জরিমানা করেছেন। সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে ওই লিচু ব্যবাসায়ীরা এখন লিচুর পরিবর্তে ফরমালিন মুক্ত আনারস বিক্রি করেছন বলে জানান তারা।