• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন |

সাতক্ষীরায় টর্নেডোর আঘাতে ৫ শতাধিক ঘর বিধ্বস্ত

Cicolonসিসিনিউজ: সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে সুন্দরবন সংলগ্ন সাতটি গ্রামের পাঁচ শতাধিক ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, ভেটখালী, মীরগাঙ, পার্শ্বেমারী, হেতালখালী, জোতিন্দ্রনগর, গোলাখালী ও চুনকুড়ি এলাকায় এ টর্নেডো আঘাত হানে।
স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল জানান, সকালে হঠাৎ টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে। এ ঘটনায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। এতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। স্থানীয়ভাবে দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে দ্রুত নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ