• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ অপরাহ্ন |

জমি বিক্রির লাখ টাকায় জার্মানির পতাকা !

jarmanসিসিনিউজ: ফুটবল বিশ্বকাপ ২০১৪ এর উন্মাদনায় নিজের জমি বিক্রি থেকে করে পাওয়া লাখ টাকা ব্যয়ে প্রিয় দলের পতাকা বানিয়েছেন মাগুরা সদর উপজেলার এক কৃষক। সাড়ে তিন হাজার গজের জার্মানির এই পতাকা তৈরি করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন আমজাদ হোসেন।

তিনি বলেন, এ টাকা যোগাড় করতে তিনি নিজের ৫০ শতাংশ জমি বিক্রি করেছেন। সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে আমজাদ (৬৫) পেশায় কৃষক।

১৯৮৭ সালে তিনি দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হন। সে সময় চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও কোনো সুফল পাননি। অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনের পর সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই ফুটবলে জার্মানিকে সমর্থন জানিয়ে আসছেন। জমি বেচা টাকায় পতাকা তৈরির পর এখন তা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন প্রিয় দলের অন্য সমর্থকদের গোছাতে।

আমজাদ জানান, তিন কিলোমিটারের বেশি দীর্ঘ এই পতাকা তৈরির জন্য তিনি তিন জন দর্জি নিয়োগ করেন। তাদের মজুরি হিসেবেই দিতে হয়েছে অন্তত ৪০ হাজার টাকা।

তবে এত টাকা খরচ হওয়ার পরেও মোটেই চিন্তিত নন তিনি। পছন্দের দল বিশ্বকাপ জিতলে আরো বেশি টাকা খরচ করবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ