ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জামায়াত ও তাদের দোসররা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ তথা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থের শেষচেষ্টা চালাচ্ছে।
বুধবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঐতিহাসিক ছয়দফা উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ছয় দফা থেকে এক দফা বাংলার স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনীতিতে ব্যর্থ ও জনবিচ্ছিন্ন দল এখন ধর্না দিচ্ছে বিদেশীদের কাছে। এজন্য জনবিচ্ছিন্ন দলগুলোর ষড়যন্ত্র থেকে গণতন্ত্রকামীদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ঐতিহাসিক ছয়দফা ছিল বাঙালির ম্যাগনাকার্টা। এদেশের ইতিহাস বিনির্মাণের সিপাহশালার ছিলেন জাতীয় চারনেতা। জামায়াত ও তাদের দোসরদের ভয় ছিল এ সিংহ পুরুষগণ যদি জেল থেকে বেরিয়ে আসেন, তা’হলে তাদের সকল অপকর্ম ভেস্তে যাবে। এ ভয়ে ভীত হয়ে কাপুরুষেরা অত্যন্ত নিরাপদ স্থান জেলখানায় চারনেতাকে নির্মমভাবে হত্যা করে।
ভূমিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম এস চৌধুরী সুজন, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, অধ্যাপিকা জোবেদা খাতুন পারুল প্রমুখ।