• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন |

রাবিতে শিবিরের ধর্মঘট, প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

New Rose Cafe, Saidpur

Uniরাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারী রাসেল আলমের ওপর হামলাকারীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে গ্রেফতার না করায় বৃহস্পতিবার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রশিবির।

বুধবার দুপুরে রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাবি শিবির সভাপতি মোহা. আশরাফুল আলম ইমনের বরাত দিয়ে বলা হয়, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ্য দিবালকে রাসেল আলমের ওপর চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনোধরনের ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার রাবি ক্যাম্পাসে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের শিবিরের ছাত্র ধর্মঘট কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সন্ত্রাসীদের বিরূদ্ধে দূঢ় অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

এদিকে শিবিরের ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

তিনি বলেন, ধর্মঘট ডাকার অধিকার একটি সংগঠনের নেতাকর্মীদের থাকতেই পারে। তবে শিক্ষক-শিক্ষার্থীরা তা কতোটা গ্রহণ করবে সেটা ভাবার বিষয়।

উপাচার্য জানান, শিবিরের পূর্বঘোষিত বৃহস্পতিবারের ছাত্রধর্মঘটে ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও স্বাভাবিক রাখা হবে। আগামীকাল সব বিভাগের ক্লাশ-পরীক্ষা চালু রাখা হবে বলেও জানান তিনি।

অপরদিকে শিবিরের এই ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রাবি ছাত্রলগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবেই হোক জঙ্গিবাদী শিবিরের ধর্মঘট প্রতিহত করা হবে। শিবিরের এ ধর্মঘট প্রতিহত করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, বৃহস্পতিবার ক্যাম্পাসে শিবিরের সর্বাত্মক ছাত্রধর্মঘট পালিত হবে। কোনো বিভাগে ক্লাশ-পরীক্ষা নিতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো রুটেই বাস চলাচল করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবারের ধর্মঘটে ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিবিরের ত্রীমুখী অবস্থানে ক্যাম্পাসে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিন ক্যাম্পাসে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ