সিসিনিউজ: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের ওপর রাগ করে সভার মঞ্চ ছাড়লেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় মৎস্যজীবি পার্টির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জিএম কাদের সরকারের সমালোচনা ও একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকায় জাতীয় পার্টির সমালোচনা করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সভাস্থল ত্যাগ করেন। দু’জন প্রেসিডিয়াম সদস্য হাত ধরে অনুরোধ করলেও তাকে ফেরাতে ব্যর্থ হন। বুধবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ ঘটনা ঘটে। মহাসচিব চলে যাওয়ার সময় জিএম কাদের বলে ওঠেন, আমি এ কারণে বক্তব্য দিতে চাইনি। আমার কথা আপনাদের ভালো লাগবে না।
জি এম কাদের বলেন, মানুষ জাতীয় পার্টিকে কার্যকর বিরোধী দল হিসেবে দেখতে চায়। কিন্তু আমরা কি সে বিরোধী দল আছি? একসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা সংবিধানের সঙ্গে যায় না। বাংলাদেশের রাজনীতির আবহে এটি পরিচিত না। আপনি উরুগুয়ের স্ট্রাইকার, আবার ইতালির গোলকিপার এটা হয় না। আপনি একই সঙ্গে স্বামী আবার একই সঙ্গে স্ত্রী- এভাবে সংসার হয় না। জিএম কাদেরের বক্তব্যের এ পর্যায়ে মঞ্চ থেকে উঠে দাঁড়ান দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ। তখন জি এম কাদের বলেন, আমি তো কাউকে মন্ত্রিত্ব ছাড়তে বলছি না। মানুষ কার্যকর বিরোধী দল দেখতে চায়।