• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন |

খানসামায় কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

Khansama news (seed) 25.06.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় খরিপ-২ মৌসুমে রোপা আমন (নেরিকা জাত) ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসার এজামুল হকের সভাপতিত্বে নেরিকা জাতের ধান চাষের গুরুত্ব তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, সদস্য আব্দুল মতিন ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খরিপ-২ মৌসুমে রোপা আমন (নেরিকা জাত) ধান চাষে সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ৩৩ শতক করে জমির জন্য উপজেলার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নেরিকা-১, নেরিকা-১০ ও নেরিকা মিউটেন্ট জাতের ধান বীজ ১০ কেজিসহ রাসায়নিক সার ডিএপি ২০ কেজি এবং এমওপি ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ