নূরুন্নাহার বেগম:
মিছে মিছি আস্ফালন
ক্ষুদ্র এ জীবন তরীতে।
কোথা থেকে এসেছি
কোথায় যাব চলে —
স্মৃতিচিহ্ন টুকু পড়ে রবে পশ্চাতে।
দিন গড়িয়ে সন্ধ্যা নামে
সকাল গড়িয়ে বিকেল।
এ ভাবেই চলছে ভাঁঙ্গা গড়ার
স্বার্থের হানাহানি
গদি নিয়ে টানাটানি
আধিপত্যের বিস্তার।
অপেক্ষার প্রহর শেষে
শেষ ডাক আসবে যখন,
বি¯তৃত হয়ে যাবে স্মৃতিচিহ্ন টুকু।
সন্ধ্যা মালতী,কামিনীর ঘ্রাণ,
সৌন্দর্য ছড়াবে না গোলাপ,
বিলীন হয়ে যাবে স্মৃতির সবুজ,
কেউ সাড়া দেবে না আমার ডাকে
শেষ নিঃশ্বাস টুকু
দীর্ঘশ্বাস দিয়ে জানিয়ে দেবে
আমি নেই —-।