• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন |

আগুন নেভানো রোবট তৈরি হচ্ছে বাংলাদেশে

robot_42232সিসি ডেস্ক: তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে। সেই আগুন নেভাতে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা। কিন্তু অদূর ভবিষ্যতে হয়ত তাদের সঙ্গে যোগ দেবে রোবট।

জানা গেছে, বাংলাদেশেই এ ধরনের রোবট তৈরির কাজ চলছে। আর এ কাজটি করছেন শিবলী ইশতিয়াক। তিনি রোবটিক্সবিডি ডটকমের অ্যাডমিন। এই ওয়েবসাইটের মাধ্যমে রোবট ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যায়।

ইশতিয়াক জানান, ‘বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো অগ্নিনির্বাপক ব্যবস্থা ততটা ভালো না। তাই কিছু কিছু রোবট ডেভেলপ করার চেষ্টা চলছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করবে। অথবা সেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যেতে পারে।” এ ধরনের রোবটকে কোথায়, কীভাবে কাজে লাগানো যায় তা নিয়েও বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ