মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর পৌরসভার ৪২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৩৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেটে সমপরিমান ব্যয় ধরা হয়েছে। মেয়র হিসেবে ক্ষমতা গ্রহনের পর এটি সৈয়দ জাহাঙ্গীর আলমের চতুর্থ বাজেট।
বাজেট বক্তব্যে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বাজেট হচ্ছে আগামী দিনের কর্মপরিকল্পনার একটি বিমূর্ত প্রতিচ্ছবি। এর মাধ্যমে পৌলবাসির কাংখিত নাগরিক সুবিধা প্রদান করা হয়। ১৪৫ বছরের প্রাচীন পৌরসভার পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। যুগের পরিবর্তনে সমস্যার বিস্তৃতি ঘটেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব সমস্যা সমাধান করা হবে। বাজেট বক্তব্যে মেয়র সেয়দ বলেন, জাহাঙ্গীর আলম ২ লাখ ৬৫ হাজার জনসংখ্যা অধ্যুষিত এই পৌর শহরের রাস্তা, ড্রেন, খাল, পুকুর, পৌরসভার বিভিন্ন স্থাপনা, শৌচাগার, ডাষ্টবিন, হাট-বাজার ইত্যাদি উন্নয়নে বর্তমান পৌর পরিষদ বদ্ধপরিকর। পৌর এলাকার জায়গায় অবৈধ দখলীয় প্রবণতা এবং ব্যবসার মালামাল, নির্মাণ সামগ্রী ফুটপাট ও যত্রতত্র ফেলে রাখার কারণে যানবাহন চলাচল, পানি নিষ্কাশন, আবর্জনা অপসারণ ও অন্যান্য পৌরসেবা কার্যক্রমকে ব্যাহত করছে। এসব সমস্যা সমাধানে পৌর পরিষদসহ পৌরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।
মেয়র সৈয়দ জাহাঙ্গীর বলেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠা বাসস্ট্যান্ড, টেম্পুস্যান্ড, রাস্তায় এলোপাথাড়িভাবে গাড়ী, রিক্সা পার্কিং, রিক্সা-ভ্যান ও অটো রিক্সার আধিক্য, ফুটপাত দখল ও ট্রাফিক আইন মেনে না চলার কারণে যানজটের সৃষ্টি হয়। পরিকল্পিতভাবে যানজট সমস্যা সমাধান করা হবে। ইতোমধ্যে লিলির মোড় হতে বাহাদুর বাজার ট্রাফিক আইল্যান্ড, সদর হাসপাতাল মোড় থেকে কাচারী মোড় ট্রাফিক আইল্যান্ড এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেল ক্রসিংয়ের এপার-ওপারে অস্থায়ী ডিভাইডার স্থাপন করা হয়েছে। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি বলেন, ইতোমধ্যে পৌর এলাকায় ১ হাজার ২শ’টি কুকুর নিধন করা হয়েছে। শহরে উচ্চস্বরে মাইকিং, ট্রাক্টরের বিকট শব্দ, অপরিকল্পিতভাবে আবাসিক এলাকায় গড়ে উঠা ওয়ার্কশপের আলোর ঝলকানি ও অবিরত বিরক্তিকর শব্দ নাগরিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সংশিষ্টদের এ ব্যাপারে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পরিকল্পনা রয়েছে।
মেয়র বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে শহরের দরিদ্র জনগোষ্ঠির জন্য স্বাস্থ্য পুষ্টি ও পানি সরবরাহ সুবধা প্রদানের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৮৫ ভাগ এলাকায় প্রায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। ইতোমধ্যে ৩টি ওভার হেড ট্যাংকি মেরামত, পাম্পঘর মেরামত এবং গনেশতলা ও বালুবাড়ী ট্যাংকিতে ২টি পাম্প মটর বসানো হয়েছে। বর্তমানে ৫ কি.মি, পুরাতন পানির পাইপ লাইনের কাজ চলমান রয়েছে। এই বাজেট নাগরিক সুবিধা কি তার প্রতিফলন ঘটবে। সবশেষে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভার শুরু থেকে এ পর্যন্ত যারা চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত এক বছরে পৌরসভায় যেসব নাগরিক মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে মৃতদের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেন ও রুহের মাগফিরাত কামনা করেন। বাজেট অনুষ্ঠানে পৌরসভার প্যানেল চেয়ারম্যান মুরাদ আহম্মেদ, কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, রবিউল ইসলাম রবি, জিয়াউর রহমান নওশাদ, রোকেয়া বেগম লাইজু, মনিরুর ইসলাম বুলু, জাহাঙ্গীর আলম, মাহমুদা খাতুন জোসনা, রেহাতুল ইসলাম খোকা, ফয়সাল হাবিব সুমন, আবু তৈয়ব আলী দুলাল, শাহিন সুলতানা বিউটি, মাসতুরা বেগম পুতুল, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, সকল বিভাগের শাখা প্রধান, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এক নজরে দিনাজপুর পৌরসভার গত ১৭ বছরের বাজেট
দিনাজপুর পৌরসভায় বিভিন্ন সময়ে চেয়ারম্যান ও মেয়র বাজেট পেশ করেছেন। বিভিন্ন কারণে এই বাজেটের আকার কখনো বড় হয়েছে আবার কখনো হয়েছে ছোট। বিগত ২০ বছরে দিনাজপুর পৌরসভার যেসব বাজেট পেশ করা হয়েছে এক নজরে তার চিত্র তুলে ধরা হলো। ১৯৯৮-৯৯ অর্থবছরে বাজেটের আকার ছিল ২৮ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ৪৭৪ টাকা। আর সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরে ৩০ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
১৯৯৮-৯৯ অর্থবছরে চেয়ারম্যান মোঃ মহসিন আলী ২৮ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ৪৭৪ টাকা
১৯৯৯-০০ অর্থবছরে চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ১৪ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা
২০০০-০১ অর্থবছরে চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ১৭ কোটি ৯৩ লাখ ৮৪ হাজার ১০৪ টাকা
২০০১-০২ অর্থবছরে চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ২১ কোটি ২২ লাখ ০৫ হাজার ৭০৩ টাকা
২০০২-০৩ অর্থবছরে চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ১৮ কোটি ৩৯ লাখ ২৬ হাজার ৮০১ টাকা
২০০৩-০৪ অর্থবছরে চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ১২ কোটি ০৬ লাখ ৬৮ হাজার ৯৩৯ টাকা
২০০৪-০৫ অর্থবছরে চেয়ারম্যান মোঃ সফিকুল হক ছুটু ১৪ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫৩ টাকা
২০০৫-০৬ অর্থবছরে চেয়ারম্যান মোঃ সফিকুল হক ছুটু ১০ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ১০৯ টাকা
২০০৬-০৭ অর্থবছরে চেয়ারম্যান মোঃ সফিকুল হক ছুটু ১৬ কোটি ৮০ লাখ ০৮ হাজার ৮৯৩ টাকা
২০০৭-০৮ অর্থবছরে চেয়ারম্যান মোঃ সফিকুল হক ছুটু ১৩ কোটি ৭০ লাখ ২২ হাজার ৩১১ টাকা
২০০৮-০৯ অর্থবছরে মেয়র মোঃ সফিকুল হক ছুটু ৩০ কোটি ৯৯ লাখ ০৮ হাজার ৮২৭ টাকা
২০০৯-১০ অর্থবছরে মেয়র মোঃ সফিকুল হক ছুটু ২৭ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ২৩ টাকা
২০১০-১১ অর্থবছরে মেয়র মোঃ সফিকুল হক ছুটু ৩৬ কোটি ৮৯ লাখ ১৬ হাজার ২৫০ টাকা
২০১১-১২ অর্থবছরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ৪৩ কোটি ০৯ লাখ ৯৭ হাজার টাকা
২০১২-১৩ অর্থবছরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ৪৩ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৬০০ টাকা
২০১৩-১৪ অর্থবছরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ৩০ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
২০১৪-১৫ অর্থবছরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ৪২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা।