• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:২১ অপরাহ্ন |

ডোমারে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

26.06.14 picture-1 domar up b n pডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নীলফামারীর ডোমারে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ডোমার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ডোমার পৌরসভার মেয়র মুনছুরুল ইসলাম দানু। বিভিন্ন দলের  শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ধানের শীর্ষ উপহার দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করে । অনুষ্ঠানে যোগদানকারীদের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান দলের সিনিয়র নেতারা। এ যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, আখতারুজ্জামান সুমন, মনছুর আলী, রুমান চৌধুরী, মোজাফ্ফর আলী,আবু সাইদ চৌধুরী প্রমুখ । প্রধান অথিতি মুনছুরুল ইসলাম দানু বলেন, ভোটার বিহীন নির্বাচনে ক্ষমতায় এসে  এই সরকার দেশ চালাচ্ছে, তাদের কোন নৈতিক অধিকার নেই দেশ চালানোর ।আর বেশী দিন নেই, প্রধান মন্ত্রী শেখ হাসিনা পালানোর সুযোগ পাবে না  সে দিনের জন্য প্রস্তুত হন । দেশ নেত্রী খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য  শাহরিন ইসলাম তুহিন এই এলাকার এলাকার উন্নয়ন করার কারনে তাকে মামলা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে এই সরকার। আবার বিএনপি নির্বাচিত হয়ে তাকে আমরা দেশে ফিরিয়ে আনবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ