• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি?

New Rose Cafe, Saidpur

World Cupখেলাধুলা ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষ।১২টি দল এরই মধ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। বাকি চার দল নিশ্চিত হবে বৃহস্পতিবার রাতেই।২৮ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। দেখা যাক, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে?

২৮ জুন, শনিবার-রাত সাড়ে ১০টায়- ব্রাজিল বনাম চিলি।

২৯ জুন, রবিবার-রাত সাড়ে ১০টায়- নেদারল্যান্ডস বনাম মেক্সিকো।

২৯ জুন, রবিবার-রাত ২টায়- কলম্বিয়া বনাম উরুগুয়ে

৩০ জুন, সোমবার-রাত ২টায়- কোস্টারিকা বনাম গ্রিস।

৩০ জুন, সোমবার-রাত ১০টায়- ফ্রান্স বনাম নাইজেরিয়া।

১ জুলাই, মঙ্গলবার- রাত ২টায়-আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড।

১ জুলাই, মঙ্গলবার-রাত ১০টায়-জার্মানি বনাম আলজেরিয়া।

২জুলাই,বুধবার-রাত ১.৩০টা-বেলজিয়াম বনাম মার্কিন যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ