বিনোদন ডেস্ক: নয়নাকে হন্যে হয়ে খুঁজছে বেঙ্গালুরু পুলিশ। যাঁর চোখের ইশারায় পাগল হয়েছে লক্ষ লক্ষ পুরুষ, যাঁর কটাক্ষে মুহূর্তে গালে জল হয়ে গিয়েছেন তাবড় রাশভারি ব্যক্তিত্ব, যাঁর শরীরের মোচড়ে মজে জীবন বাজি রাখতে তৈরি হয় ১৬ থেকে ৮৬… লাস্যময়ী সেই অপ্সরার নাম কী কারণে উঠল পুলিশের খাতায়?
বেঙ্গালুরু পুলিশের অভিযোগ, দু’টি দক্ষিণী টিভি চ্যানেল এবং কয়েকজন পুলিশকর্মীর সঙ্গে জোট বেঁধে ব্ল্যাকমেলিংয়ের রমরমা ব্যবসা ফেঁদে বসেন একাধিক কন্নড় ছবির নায়িকা নয়না কৃষ্ণা। জানা গিয়েছে, তীব্র যৌন আবেদন মাখা শরীরী হাতছানিতে সমাজের ধনী ব্যক্তিদের আকর্ষণ করে ফাঁসানোর ব্যাপারে সিদ্ধহস্ত এই লাস্যময়ী।
মসৃণ ভাবে এই কাজ করতে পুলিশ কর্মী মলেশ ও রঘুর সাহায্য নেন নয়না। এ ছাড়া দলে যোগ দেয় এক টিভি চ্যানেলের ভিডিও এডিটর হেমন্ত কুমার এবং অন্য এক চ্যানেলের পরিবহণ বিভাগের কর্মী সুনীল কুমার। শিকারকে ফাঁদে ফেলতে ভাড়া করা হয় টিভি অভিনেতা রিহানা ও সোনুকেও।
কী ভাবে ধরা পড়ল নয়নার ব্যবসা?
জানা গিয়েছে, এক চিকিত্সকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমে গোটা বিষয়টি নজরে পড়ে পুলিশের। ‘সেক্স বম্ব’ নয়নার পাতা জালে পা দেন বেঙ্গালুরুর বাসিন্দা ৬৮ বছর বয়সী ডাক্তারবাবু।
গত ১৬ জুন রোগ সারানোর অছিলায় তাঁর ক্লিনিকে সুন্দরী এক টিভি অভিনেত্রীকে পাঠানো হয়। কিন্তু ক্লিনিকে পৌঁছে যৌনতার ছলা-কলায় ভুলিয়ে চিকিত্সককে কাবু করে সে। বলা বাহুল্য, ৪৮ ঘণ্টার মধ্যেই ফল ভুগতে হয় ডাক্তারবাবুকে। চিকিত্সকের অভিযোগ, তাঁর অজান্তে কৌশলে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখে দুষ্কৃতীরা। ঘটনার ২ দিন পর ফোন করে তাঁর থেকে এক কোটি টাকা দাবি করা হয়। অন্যথায়, আপত্তিকর অবস্থায় প্রবীণ চিকিত্সকের ভিডিওটি এক নির্দিষ্ট টিভি চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বুঝে চোখে সর্ষে ফুল দেখেন চিকিত্সক। এই সময় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে পুলিশ কর্মী মলেশ। তার মধ্যস্থতায় প্রতারকদের দাবি নেমে আসে ২৫ লক্ষ টাকায়। কথা অনুযায়ী প্রথম দফায় এক লাখ টাকা দিতে হয়। তবে তার পরই পুলিশে অভিযোগ জানান ওই চিকিত্সক।
অভিযোগের ভিত্তিতে হেমন্ত ও সুনীল কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু হদিশ মেলেনি রহস্যময়ী সুন্দরীর। তবে ফোন মারফত্ তিনি জানিয়েছেন, একটি তামিল ছবির শুটিং নিয়ে আপাতত ব্যস্ত । বেঙ্গালুরু ফিরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। উল্টো দিকে পুলিশ কিন্তু বলছে, ফোনে কিছুতেই সাড়া দিচ্ছেন না ছলনাময়ী নয়না।