বিনোদন ডেস্ক: মুক্তির অপেক্ষায় থাকা ‘ববি জাসুস’ চলচ্চিত্রটিতে বিদ্যা বালান একজন ছদ্মবেশী গোয়েন্দা। তবে চলচ্চিত্রটির প্রচার অভিযানেও ছদ্মবেশ ধারন করতে যাচ্ছেন এই নায়িকা। তাও আবার নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছদ্মবেশ ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি।
সম্প্রতি ‘ববি জাসুস’ চলচ্চিত্রটির প্রচার অভিযানে নেমেছেন বিদ্যা বালান। সেই লক্ষ্যে শুক্রবার চলচ্চিত্রটির পুরো টিম নিয়ে হাজির হচ্ছেন গুজরাটের ভদোদরায়। কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছে যে, বিদ্যা নাকি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছদ্মবেশ নিয়ে গুজরাট যাচ্ছেন।
মোদির ছদ্মবেশে বিদ্যাকে দেখে কতজন বোকা বনে যান, তাই এখন দেখার বিষয়। তবে বিদ্যার আশা তার নতুন এই রূপ দেখে ভক্তরা ভড়কে যাবেন না।
উল্লেখ্য, বলিউড তারকা দিয়া মির্জার প্রযোজনায় এবং সমর শেখের পরিচালনায় ‘ববি জাসুস’ চলচ্চিত্রটি আগামী ৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে।