বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে দুনীর্তির অপরাধে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেবেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ২৬জুন বিকেলে পরিচালনা কমিটির পূর্ব নিদ্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় উন্নয়নে ব্যাপক আলোচনা হয়। বিদ্যালয় উন্নয়নে আলোচনা করতে গিয়ে আর্থিক বিষয় ও প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের বিষয়টি উঠে আসে। প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী বা অভিভাবক কোন বিষয়ে কথা বললে র্দুব্যবহার করেন। সর্বোপরি তিনি প্রায় দুই লক্ষ টাকা ব্যাক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে প্রতিয়মান হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সাথে এহেন অসদাচরন ও বিদ্যালয় তহবিলের টাকা আত্মসাত ও দুনীর্তির অপরাধ বিষয়ে কেন তাকে বরখাস্থ করা হবে না তা জানতে চেয়ে কৈফিয়ৎ তলবসহ চাকুরী থেকে সাময়িক বরখাস্থ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির তাৎক্ষনিকভাবে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্থ করে সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে প্রধান শিক্ষকের সাময়িক দায়িত্ব প্রদান করা হয়েছে।
পৌরসভার মহিলা কাউন্সিলর হিসেবে নার্গিস নির্বাচিত
বীরগঞ্জে বৃহস্পতিবার পৌরসভার মহিলা কাউন্সিলর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। নির্বাচনে বই প্রতিক নিয়ে ৯৭৭ ভোট পেয়ে মোছাঃ নার্গিস বেগম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বীরগঞ্জ পৌর সভার ৪,৫,৬ ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বীরগঞ্জ আলীয়া ফাজিল মাদ্রাসা সহ ৩টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামসুল আজম জানান, পৌর সভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে মোট ভোটার ৪নং ওয়ার্ডে ২হাজার ০০৬ জন, ৫নং ওয়ার্ডে ১হাজার ১ শত ১৩ জন, ৬নং ওয়ার্ডে ১হাজার ১শত জন সহ মোট ৪হাজার ২শত ১৯জন ভোটার। এদের মধ্যে ২হাজার ৬শত ০৭জন ভোটার ভোট প্রদান করেছে। বাতিল করা হয়েছে ৭৯টি ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ নার্গিস বেগম বই প্রতিক নিয়ে ৯শ ৭৭টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ কোহিনুর আক্তার সেলাই মেশিন প্রতিক নিয়ে ৯৪৩টি ভোট পেয়েছেন, মোছাঃ বকুল বেগম ফুলের টপ প্রতিক নিয়ে ৩২১টি ভোট পেয়েছেন, মোছাঃ শিমু বেগম টিউব ওয়েল প্রতিক নিয়ে ১৫৪টি ভোট পেয়েছেন, মোছাঃ জামিলা বেগম কলস প্রতিক নিয়ে ৮৪টি ভোট পেয়েছেন, মোছাঃ রওশন আরা বেগম পানপাতা প্রতিক নিয়ে ৪৩টি ভোট পেয়েছেন। নির্বাচনে নিরাপত্তায় বিপুল সংখ্যক আনসার এবং পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। দুপুরে জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য উক্ত আসনের পৌর কাউন্সিলর সেলিনা আক্তার উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর ২৫ মে উপজেলা নির্বাহী অফিসার ও রির্টার্নিং অফিসার মোঃ আবু জাফর স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১৩ এর ১০(৩) বিধি মোতাবেক পদটি শূন্য ঘোষণা করেন ও উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করে ভোট ২৬ জুন গ্রহনের তারিখ ঘোষণা করেন।
মাদকসহ ৩জন আটক
আজ শুক্রবার ২০ পিচ ইয়াবা ট্যাবলেট (যৌন উত্তেজনা) ও ২ পুড়িয়া হিরোইনসহ একই পরিবারে শিশুসহ ৩জনকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার সুত্রে জানা গেছে, অফিসার্স ইনচার্জ মোঃ আরমান হোসেন (পিপিএম) নেতৃত্বে এএসআই জাকারিয়া ও মশিউর রহমানের সহযোগিতায় পৌরসভার ২নং-ওয়ার্র্ডের উত্তর সুজালপুর গ্রামের গোলাপগঞ্জ মোড়স্থ ইউসুফ আলীর পুত্র আশরাফুল আলম ফোলি বাড়িতে অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা ট্যাবলেট (যৌন উত্তেজনা) ও ২ পুড়িয়া হিরোইন উদ্ধার করে। এ সময় দ্রুত বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আশরাফুল আলম ফোলি (৩২) তার স্ত্রী মনি বেগম (২৫) ও পুত্র আরিফ হোসেন (৫) কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫বি এর (বি) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে। গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে।