• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন |

ব্রাজিল বিশ্বকাপে আজ থেকে শুরু নকআউট পর্ব

Brazilখেলাধুলা ডেস্ক: ২০তম ফুটবল বিশ্বকাপে আজ রোববার থেকে শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের লড়াই। ব্রাজিল বিশ্বকাপের সেরা ১৬টি দল এবার পরষ্পরের মুখোমুখী হবে ‘ডু অর ডাই’ ম্যাচে অর্থাৎ হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ মিশন।

দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আগামীকাল চিলির বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০ টায় অনুষ্ঠিত হবে নকআউট পর্বের প্রথম ম্যাচটি। বেলো হরিজোন্তে স্টেডিয়ামে চিলিকে হারিয়ে ষষ্ঠ শিরোপার আরও কাছাকাছি যেতে চাইবে চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল।

একই দিনে বাংলাদেশ সময় রাত ২ টায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে শেষ আটের লক্ষ্যে মাঠে নামেব উরুগুয়ে। শস্তির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় সেরা ফরোয়ার্ড লুইজ সুয়ারেজকে ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে খেলতে হবে উরুগুয়ানদের।

একদিন পর অর্থাৎ ২৯ জুন ব্রাজিল বিশ্বকাপের আরেক ফেভারিট দল নেদারল্যান্ড দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখী হবে মেক্সিকোর। ফোর্তালেজাতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচটি।

এরপর ৩০ জুন শিরোপার দাবিদার জার্মানি মোকাবিলা করবে আলজেরিয়ার। ওই দিন আলজেরিয়াকে উঠিয়ে দিয়ে শেষ আটে উঠার লক্ষ্যে মাঠে নামবে জোয়াকিম লোর শিষ্যরা।

১ জুলাই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১০ টায় ব্রাজিলের সাও পাললোতে সুইচদের হারিয়ে শিরোপার আরো কাছে যেতে চাইবে মেসির দল।

ব্রাজিল বিশ্বকাপে নকআউট পর্বের সময়সূচি:

তারিখ     ম্যাচ                           সময় (বাংলাদেশ)

২৮ জুন        ব্রাজিল-চিলি              রাত ১০ টা

২৮ জুন     কলম্বিয়া-উরুগুয়ে           রাত ২ টা

২৯ জুন    নেদারল্যান্ডস-মেক্সিকো    রাত ১০ টা

২৯ জুন    কোস্টারিকা-গ্রিস            রাত ২ টা

৩০ জুন    ফ্রান্স-নাইজেরিয়া            রাত ১০ টা

৩০ জুন    জার্মানি-আলজেরিয়া         রাত ২ টা

১ জুলাই    আর্জেন্টিনা-সুইজারল্যান্ড  রাত ১০ টা

১ জুলাই    বেলজিয়াম-যুক্তরাষ্ট্র         রাত ২ টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ