ঢাকা: সাভারে ৩ শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা! ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায়। স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। এ সময় হতভাগ্য শিশুদের মা পোশাক কারখানায় কাজ করছিলেন। অপর ২ ভাইও বাড়ির বাইরে ছিল। নিহতরা হলো বাবা আবু সাঈদ (৪০), তিন ছেলে রাহাত (৪), মোস্তফা (৬) ও রবিউল (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্ত্রী রেখা আক্তারের সাথে স্বামী আবু সাঈদের ঝগড়া হয়। শুক্রবার সকালে রেখা আক্তার নিজের কর্মস্থলে চলে যান। কিন্তু রাতের কলহের জের ধরে আবু সাঈদ ওই ৩ ছেলেকে দুপুরের খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ালে কিছুক্ষণ পরই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে ৩ ছেলে ও স্বামীকে হারিয়ে রেখা আক্তার পাগল প্রায়। তার বুকফাটা কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে। কান্নাজড়িত কণ্ঠে রেখা জানান, বৃহস্পতিবার রাতে নিতান্তই পারিবারিক কারণে আমাদের মধ্যে ঝগড়া হয়। রাতে আর দু’জনের মধ্যে কথা হয়নি। শুক্রবার সকালে আমি কাজে চলে যাই। এরপর বিকেল সাড়ে ৫টায় আমি বাসায় ফিরে ছেলেদের ঘরের দরজা খুলতে বলি। কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে বাসার অন্য ভাড়াটিয়াদের ডাকি। এ সময় তারা ধাক্কাধাক্কি করে দরজা খুলে ফেললে ৩ ছেলের লাশ ঘরের মেঝেতে এবং স্বামীকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখি। তিনি জানান, তার বড় ছেলে রাসেল একটি পোশাক কারখানায় কাজ করে। সে কর্মস্থলে ছিল, অপর ছেলেও বাড়ির বাইরে ছিল। নিহত আবু সাঈদ স্থানীয় ম্যাক্সকম পোশাক কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুরের পাপকুড়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে জয়নাবাড়ি এলাকার জয়নাল আবেদীনের বাড়িতে ভাড়া থাকতেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দীপক কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ৪টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আপাতত এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। তবে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসঃ ইত্তেফাক